সকাল নারায়ণগঞ্জঃ
শহরের দিগুবাবুর বাজার ব্যবসায়ি কমিটির উদ্যোগে ত্রেতা ও ব্যবসায়িদের করোনা সচেতনামুলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার(০৩ জুন) দুপুরে নগরীর কালির বাজার দিগুবাবু বাজার এ লিফলেট বিতরণ করা হয়। লিফেলেটে উল্লেখ্য করা হয়,দিগুবাবুর বাজারের সকল ব্যবসায়ী শ্রমিক ও পাইকার সকলে সামজিক দুরত্ব বজায় রাখতে হবে।
দয়া করে কোন লোক মাস্ক ছাড়া বাজারে প্রবেশ করতে পারবেন না। কোন ব্যবসায়ী মাস্ক ছাড়া বাজারে বেচা কেনা করতে পারবেন না। ভ্যানগাড়ি, ড্রাইভার , রিক্সাসহ সকল প্রকার যান বাহনের ড্রাইভার এবং সকল শ্রেনীর শ্রমিকদের বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করতে হবে। কেউ ছোট বাচ্চাদেরকে বাজারে নিয়ে আসতে পারবেন না।
বাজারের ব্যবসায়ীরা কোন ক্রেতাকে ওজনে কম দিবেন না। ওজনে কম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে ব্যবসা পরিচলনা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, দিগুবাবুর বাজার কমিটির সদস্য মো. সেলিম, শহিদ, সুমন আনিস প্রমুখ।