সকাল নারায়ণগঞ্জঃ
বৈশিক মহামারী করোনা ভাইরাসে নারায়নগঞ্জসহ সারা দেশের মানুষ সবাই এখন আতঙ্কে।যেখানে মানুষ মারা গেলে সবাই আরও আতঙ্ক হয়ে যায়।
নারায়নগঞ্জে করোনার মৃতদেহ নিয়ে এমন কয়েকটি ঘটনা ঘটেছে যা না বলার মতো।করোনা বা করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেলে লাশ পর্যন্ত কেউ ছুয়ে দেখেনি।তবে এবার ঘটলো ভিন্নকিছু।
সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৮ নং ওয়ার্ডে লিভার জনিত সমস্যায় আঃরহমান নামে এক ব্যক্তির মরদেহ করোনা যোদ্ধাদের নিয়ে তার লাশ গোসল করানো,কাফন পরিধান করানো এবং তাতখানা বায়তুল আমান জামে মসজিদের ইমাম সাহেবের সহায়তায় জানাযা সম্পন্ন করেন নাসিক ৭,৮,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা আক্তার দিনা। রোববার নাসিক এই কাউন্সিলর তার করোনা যুদ্ধাদের নিয়ে এই মানবিক কাজ সম্পন্ন করেন।
নাসিক এই কাউন্সিলর তার ফেসবুক স্টেটাসে জানান,৮ নং নিবাসী আঃরহমান চাচা আজ বিকাল ৫ ঘটিকায় ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ওনি লিভার জনিত সমস্যায় ভুগছিলেন।খবর পেয়ে আমি আমার করোনা যোদ্ধাদের নিয়ে সেখানে যাই এবং আমার যোদ্ধারা তার লাশ গোসল করানো,কাফন পরিধান করানো এবং তাতখানা বায়তুল আমান জামে মসজিদের ইমাম সাহেবের সহায়তায় জানাযা সম্পন্ন করা হয়।
অতপর তার লাশ আমার টিমের করোনা যোদ্ধাদের সহোযোগিতায় তার পৈতৃক বাড়ী সোনারগাঁয়ে দাফন করতে নিয়ে যাওয়া হয়। পরিশেষে নাসিক এই কাউন্সিলর রহমান চাচার জন্য সবার কাছে দোয়া কামনা এবং আল্লাহপাক যেনো তার কবরকে জান্নাতের বাগান করে দেন এই কামনা করেন।