সকাল নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জ মমতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাঈনুর রহমান সাব্বির ও পরিচালক তানভীর হাসান জয় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচছা জানিয়েছেন।
মমতা চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বলেন, সরকারের নির্দেশনা মেনে সকল মানুষকে ঈদ পালন করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন,ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ। ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়, ঈদের মত সবার জীবন হউক দীপ্তিময়। একমাস সিয়াম সাধনার পর যখন ঈদ আসে, তখন সকলে মেতে থাকতো ঈদের কেনাকাটায়।
কেউবা নাড়ির টানে পাড়ি জমাতেন আপন নীড়ে।কিন্তু বর্তমান মহামারী করোনা ভাইরাস সকলের সেই আনন্দ ও দীপ্তিময় দিন কেড়ে নিয়েছে। মমতা চক্ষু হাসপাতালের পরিচালক তানভীর হাসান বলেন, আমরা এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। কোভিড-১৯ মহামারীত এর মধ্যে আছি। এই মহামারীতে আমাদের সকলকে সমানভাবে অংশ নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই তাড়াহুড়ো করে ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছেন।
আবার অনেকেই পায়ে হেঁটে পাড়ি জমাচ্ছেন বাড়ির পথে। তিনি বাড়িমুখো মানুষের উদ্দেশ্যে বলেন, আপনি আপনার গ্রামবাসীর কাছে মৃত্যুর দূত হয়ে যাবেন না। মমতা চক্ষু হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘আমি বাড়ি যাব, অন্যরা ঢাকায় থাকবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন।
মৃত্যুর মিছিলে আপনি হবেন একটি মাত্র সংখ্যা। কিন্তু আপনার পরিবারের কাছে আপনি একটি পৃথিবী। তাই দায়িত্বহীন আচরণ না করে দয়া করে যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করুন, বেঁচে থাকলে অনেক ঈদ পাবেন, এটাই জীবনের শেষ ঈদ বানাবেন না।