সকাল নারায়ণগঞ্জঃ
করোনা পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ও বন্দর থানা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সার্বিক সহযোগিতায় নাসিক ১৯নং ওয়ার্ড থেকে ২৭নং ওয়ার্ড পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে ২০০টি করে ৯টি ওয়ার্ডে মোট ১৮০০ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে নাসিক ২৭নং ওয়ার্ডের চাঁপাতলী এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে অত্র ২৭নং ওয়ার্ডের ২০০টি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পিয়াজ ও লবন দেয়া হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিষদেও চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর (বন্দর থানা) বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ওসমান গনি ভূঁইয়া, যুগ্ম সম্পাদক জিএম আরমান উপস্থিত থেকে অসহায়দের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, করোনা পরিস্থিতি আমাদের জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করছে সরকার। নানামুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে। লকডাউন পরিস্থিতিতেও যাতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবের জন্য নেতাকর্মীদের আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
সেই মোতাবেক আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য নানাভাবে কাজ করছে। জেলা পরিষদ থেকে সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে। যতদিন এই দুর্যোগ না কেটে যাবে ততদিন এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সহযোগিতা করতে মাঠে কাজ করছে। আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের দিক নির্দেশনায় আমরা প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। দুর্যোগ মোকাবেলায় এখন ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই। আমাদের নেতা আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় আমরা সেই কাজটি ধারাবাহিকভাবে বন্দর ও সদরে করে যাচ্ছি।
সামনেও আমাদের এসব কার্যক্রম আরো জোরদারভাবে চলবে।এসময় নারায়ণগঞ্জ মহানগর (বন্দর থানা) বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব আলহাজ্ব আবেদ হোসেন, ২৭নং ওয়ার্ড বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম, ১ম যুগ্ম আহবায়ক আলহাজ্ব এডভোকেট মামুন সিরাজুল মজিদ, যুগ্ম আহবায়ক ইসলাম পলু, সদস্য সচিব আলহাজ্ব নূরুজ্জামান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল হুসাইন, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা নজরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।