সকাল নারায়ণগঞ্জঃ
চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ১ হাজার পরিবারের পাশে দাড়িয়েছে ব্যবসায়ী সংগঠন ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশন। তারা ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
আজ সোমবার (১৮ মে) সকালে এসোসিয়েশনেরটানবাজারস্থ কার্যালয়ের সামনে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এসোসিয়েশনের সভাপতি লিটন সাহার নেতৃত্বে সংগঠনের পরিচালকবৃন্দরা টানবাজার এবং আশেপাশের এলাকার সুতা, রং, ক্যামিকেলের লোড – আনলোড শ্রমিকদের এবং অন্যান্য অসহায়দের মাঝে এ ঈদ উপহার তুলে দেন।
এসময় লিটন সাহা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে করোনা মহামারিতে জনগণের পাশে থাকার আহ্বান জনিয়েছেন। তিনি বলেছেন, একজন মানুষও যেন না খেয়ে মারা না যায়। আমরা ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশন ওনার নির্দেশে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষেরদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। সেই লক্ষ্যে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ নয় ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।
এসময় বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশন ও বাংলাদেশ টেক্সটাইল ডাইজ এন্ড ক্যামিকেল মার্চেন্টস এসোসিয়েশনের সকল পরিচালকবৃন্দরা উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রীর উপহারের প্রতি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, আধা কেজি সেমাই ও দুইশ গ্রাম পাউডার দুধ।