সকাল নারায়ণগঞ্জঃ
কোভিড-১৯, করোনা ভাইরাস মোকাবেলায় দেশের সরকার একযোগে কাজ করে যাচ্ছে সেই সাথে পুলিশ প্রশাসন অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে। ঝিনাইদাহ সদর থানার ওসি মিজা্নুর রহমান এই মহামারী ভাইরাস ব্যাপক আকার ধারণ করার শুরুর লগ্ন থেকে সদর এলাকার অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে চলছেন।
আঞ্জুমান মফিদুল (কবর স্থান), ঝিনাইদহে নিঃস্বার্থ ভাবে সেবাদানকারী, যারা সনাক্ত/অজ্ঞাতমানা মৃত মানুষের লাশের গোসল থেকে শুরু করে দাফন পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিজেরাই করে থাকেন। সাম্প্রতিক সময়ে ঘাতক ব্যধি করোনা ভাইরাস এর ভয়ে যেখানে আত্নীয়-স্বজন লাশের পাশে যাচ্ছে না সেখানে তারা করোনা ভাইরাসকে উপেক্ষা করে নিঃস্বার্থ ভাবে সে সকল মৃত মানুষের লাশের গোসল থেকে শুরু করে দাফন কার্য সম্পন্ন অব্যাহত রেখেছেন।
এই করোনা যোদ্ধারা অদ্যবধি পর্যন্ত কোথাও থেকে কোন সাহার্য্য না পেয়ে তাদের কষ্টের কথা চিন্তা করে ১৭ ই মে ২০২০ইং সকালে থানায় এসে মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ঝিনাইদহ থানা, ঝিনাইদহকে জানালে তিনি তাদের মাঝে তাৎক্ষনিক ভাবে ঝিনাইদহ থানা পুলিশের পক্ষ থেকে ত্রান বিতরন করেন।
ভাইরাস সংক্রমন প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা, খাদ্য সামগ্রী না পাওয়া ব্যাক্তিদের থানার পক্ষ হতে তাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন মানুষ মানুষের জন্য, পুলিশ প্রশাসন রাত দিন অক্লান্ত পরিশ্রম করে চলছে জনগনকে সেবা দিতে। ইতিপূর্বে জেলা পুলিশ সুপারের পক্ষ হতে বিভিন্ন সময় গরিব দু:খী মানুষদের ত্রান ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
যে সকল মানুষ আমাদের মাঝে আবেদন করেন ত্রানের জন্য, আমরা তাদেরকেও খাদ্য সামগ্রী দিয়ে এসেছি ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এই কার্যক্রম সব সময় অব্যাহত রাখার চেষ্টা করবো । মনে রাখতে হবে প্রত্যেকে আমরা পরের তরে এই কথাটি মনে রেখে আমরা সকলে এগিয়ে গেলে অবশ্যই এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোন।