সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ কোটে জরুরী কার্যক্রম করতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ভার্চুয়াল কোট চালু করা হয়েছে। ভার্চুয়াল কোটে এর তৃতীয় দিনে ২৪ টি মামলার আবেদন করে এর মধ্য থেকে ১৭ টি মামলার শুনানী হয়েছে ৯ টি মামলায় জামিন হয়েছে।
রবিবার ( ১৭ মে ) সান্ধায় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) এডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন এ তথ্য জানান।
জামিন পাওয়া ৯ টি মামলার মধ্যে একটি ছিনতাই আরেকটি নারী ও শিশু আর বাকিগুলো সব মাদক মামলা।
এর আগে গত রবিবার (১০ মে) নোটিশ উল্লেখ থাকে, উপর্যুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অধ্যাদেশ ২০২০( অধ্যাদেশ নং-০১,২০২০)এর নির্দেশনা মোতাবেক ভার্চুয়াল কোট এর মাধ্যমে জরুরী জামিন বিষয়সমূহ শুনানীর লক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ এর
[email protected] ই-মেইল এ জামিন সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনের সময় সংশ্লিষ্ট আইনজীবীর নাম, ই-মেইল, ফোন নম্বর, আইডি নং ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট আইনজীবীকে শুনানীর তারিখ ও ভার্চুয়াল কোটের লিঙ্ক ই-মেইল / SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে।