1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
জন্মশতবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত জাতির পিতা - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত সেলিম খন্দকার খোকার মত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের গভীর শোক প্রকাশ জান্নাতুল বাকিতে ডা. রাশেদার দাফন সম্পন্ন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ-এর সাথে ইসলামী আন্দোলনের নেতৃকর্মীদের সাক্ষাত ইসলামী আন্দোলন নগর সাংগঠনিক সম্পাদকের মায়ের ইন্তেকাল বাস ভাড়া কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ-সহ গ্রেফতার: ৩ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা সকালে নারায়ণশঞ্জ – এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা ও কেক কাটা

জন্মশতবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত জাতির পিতা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ১৯২ Time View
জন্মশতবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত জাতির পিতা (ছবি সকাল নারায়ানগঞ্জ)
জন্মশতবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত জাতির পিতা (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ছিল পরাধীনতার। হাজার বছরের সেই গ্লানি থেকে এ জাতি মুক্ত হয়েছে যার নেতৃত্বে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তো তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা।

জন্মশতবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত জাতির পিতা (ছবি সকাল নারায়ানগঞ্জ)

আজ সেই মহান ব্যক্তির জন্মশতবার্ষিকী। আজ থেকে ১০০ বছর আগে, ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক নিভৃত পল্লীতে জন্মেছিলেন বঙ্গবন্ধু। সেদিন তার আশপাশের কেউই ঘুণাক্ষরেও বুঝতে পারেননি, সেই নবজাতকই একদিন হবেন বাঙালির ভাগ্যনিয়ন্তা, তাদের জন্য গড়ে তুলবেন একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র- বাংলাদেশ। সারাদেশের ন্যায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে নারায়ণগঞ্জবাসী। 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সকালে চাষাড়া স্মৃতিস্তম্ভে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলে দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ জসীমউদ্দিন। এসময়  উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রেহানা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জিপি মেরিনা বেগম প্রমুখ।

জন্মশতবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত জাতির পিতা (ছবি সকাল নারায়ানগঞ্জ)

 এরপর জেলা পুলিশের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী প্রমুখ।

এরপর সর্বসাধারণের জন্য শ্রদ্ধা জানাতে প্রতিকৃতি   উন্মুক্ত করে দেয়া হয়।

এসময় আরো শ্রদ্ধা জানায় জেলা মুক্তিযুদ্ধ কমান্ড, র‍্যাব-১১, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,  জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা নির্বাচন অফিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাইফেল ক্লাব, বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, নারায়ণগঞ্জ কলেজ, তোলারাম কলেজ সহ বিভিন্ন সরকারী ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। 

শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL