সকাল নারায়ণগঞ্জঃ
শহরের কালিবাজারে বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়ে করোনা ভাইরাসকে কেন্দ্র করে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি ও ওষুধ মজুদের অপরাধে ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৮ ফার্মেসীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, আবদুল মতিন ও নাছরীন আক্তার যৌথভাবে পরিচালিত এই অভিযান পরিচালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন।
অভিযানে কালিবাজারের নুরুল মেডিকেল র্কণার, রাজু মেডিকেল কর্ণার, হাসান ফার্মেসী, হক ফার্মেসী সহ ৮ ফার্মেসীকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নূরুল মেডিকেল কর্ণারের কর্মচারী বিশ্বজিত দাসকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিনের নির্দেশে আমরা ৩ জন ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়েছে। করোনা ভাইরাসকে কেন্দ্র করে ফার্মেসীগুলো মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের মূল্য অনেক বাড়িয়ে দিয়েছে। করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষদের মনে একটি আতংক সৃষ্টি হয়েছে সেটি দূর করতেই জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান।