1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
আড়াইহাজার থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইউনুসকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জ বন্দর থানার সংসদীয় আসন বন্টন বাতিল করা প্রসঙ্গে জমিয়তের কেন্দ্রীয় কমিটিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মাওলানা ফেরদাউসুর রহমান   বাংলাদেশের সবচেয়ে বড় গডফাদার ছিল খুনি শেখ হাসিনা: টিপু আমার জন্মদাতা পিতা ও হয় আওয়ামী লীগের তার সাথেও কোন আপোস চলবে না: টিপু  ৭১ থেকে ২৪ পর্যন্ত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মানিত করেছে: টিপু  অসুস্থ কাউন্সিলর মনোয়ারা বেগমের শারীরিক খোঁজখবর নিতে ছুটে গেলেন মোমেন ইসলাম জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল বন্দর থানা আংশিক কমিটি ঘোষণা  ৫৩ বছরের হিসাব চাওয়ার সময় এসেছে : ফেরদাউসুর রহমান ধামগড় বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 

আড়াইহাজার থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইউনুসকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪৬ Time View

সকাল নারায়ণগঞ্জ :

“নারায়ণগঞ্জের আড়াইহাজার হতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইউনুস @ ইয়ানুস কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।”

র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার হতে একজন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার’কে আটক করা হয়েছে। 

আটককৃত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হলেন- নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী গ্রামের মৃত আবুল বাশার এর ছেলে ইউনুস ওরফে ইয়ানুস। 

প্রাথমিক অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা যায় যে, সে এলাকায় একজন চিহ্নিত ডাকাত। সে ডাকাতির পাশাপাশি এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড সহ অবৈধ মাদক সেবন ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রয়েছে মর্মে জানা যায়। সে নারায়ণগঞ্জ ও তার আশপাশের এলাকার ডাকাতদের নিয়ে একটি ডাকাতির নেটওয়ার্ক তৈরি করে। যার মাধ্যমে এই ডাকাত দলটি নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতি সংগঠন করে থাকে। এক পর্যায়ে সে এলাকায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিতি পায়। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ও হত্যাচেষ্টার মত গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে রয়েছে। তার ভয়ে এলাকাবাসী ভীত-সন্ত্রস্ত্র। যারাই তার এই সন্ত্রাসী কার্যক্রমে বিরোধিতা করে তাদেরকেই সে নির্মমভাবে নির্যাতন করাসহ গুম-খুনের ভয়-ভীতি দেখায়। এই ডাকাতি সহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত আসামি ইউনুস @ ইয়ানুসকে গ্রেফতারের জন্যে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

পরবর্তীতে তাকে গ্রেফতারের জন্যে আড়াইহাজর থানা হতে প্রেরিত অধিযাচন পত্র মূলে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী এলাকা হতে ইউনুস @ ইয়ানুসকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ ডাকাতি সহ সন্ত্রাসী কর্মকান্ডে ও মাদকের সাথে জড়িত ছিল মর্মে সে স্বীকার করে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি মামলা, মাদক মামলা ও হত্যাচেষ্টা মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে মর্মে জানা যায়।

আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL