1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
৭১ থেকে ২৪ পর্যন্ত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মানিত করেছে: টিপু  - সকাল নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জমিয়তের কেন্দ্রীয় কমিটিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মাওলানা ফেরদাউসুর রহমান   বাংলাদেশের সবচেয়ে বড় গডফাদার ছিল খুনি শেখ হাসিনা: টিপু আমার জন্মদাতা পিতা ও হয় আওয়ামী লীগের তার সাথেও কোন আপোস চলবে না: টিপু  ৭১ থেকে ২৪ পর্যন্ত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মানিত করেছে: টিপু  অসুস্থ কাউন্সিলর মনোয়ারা বেগমের শারীরিক খোঁজখবর নিতে ছুটে গেলেন মোমেন ইসলাম জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল বন্দর থানা আংশিক কমিটি ঘোষণা  ৫৩ বছরের হিসাব চাওয়ার সময় এসেছে : ফেরদাউসুর রহমান ধামগড় বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ  এনায়েত নগর ইউনিয়ন জমিতে ইসলাম বাংলাদেশ একত্রিশ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা:

৭১ থেকে ২৪ পর্যন্ত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মানিত করেছে: টিপু 

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আর অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করেছেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, বাংলাদেশে আমাদের মা-বোনদেরকে উজ্জ্বল শিক্ষায় শিক্ষিত করেছেন, দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছেন। আর এখন আমাদের অভিভাবক জননেতা তারেক রহমান ৩১ দফার মাধ্যমে বাংলাদেশকে সুখী সমৃদ্ধি শালী করার চেষ্টা করে যাচ্ছেন।

রবিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় বন্দর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামীলীগ সবসময় গণতন্ত্রের কথা বলেছে কিন্তু এই চেতনাকে ধারণ করে ৭১ থেকে ২৪ পর্যন্ত তারা এই মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মানিত করেছে, লন্ডিত করেছে, পদদলিত করেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে, লুটপাট চুরি ডাকাতি করে। এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার বিদেশে করে দিয়েছে। 

তিনি আরও বলেন, ১৬টি বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অন্যায় অত্যাচার নির্যাতন করে জনগণের মুখের হাসি কেড়ে নিয়েছে। আর আমরা যেন বিএনপির, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল সব মিলিয়ে ১১টি অঙ্গ সংগঠন আমরা যেন জনগণের মুখের হাসি কেড়ে না নেই। এবং আমরা যেন জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের যেকোনো সমস্যার সমাধানে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। 

বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, শহীদ যুবদল নেতা আবুল হোসেন স্বজনের পিতা জাকির হোসেন। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হাসান সুজন, বন্দর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, সহ- সভাপতি কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানস, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL