সকাল নারায়ণগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা ফেরদাউসুর রহমানকে‘খেজুর গাছ’ প্রতীকে মনোনয়ন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ সদর থানা শাখা।
বুধবার ৩০ শে জুলাই নারায়ণগঞ্জ সদর থানা বাংলাদেশ জমিয়েত ইসলাম আয়োজিত, নারায়ণগঞ্জ সদর থানার অন্তর্গত চাষাড়া কার্যালয়ে কমিটির নেতৃবৃন্দরা বলেন, “ইসলামী আদর্শ ও জাতীয় স্বার্থ সংরক্ষণে মাওলানা ফেরদাউসুর রহমান একজন যোগ্য, নীতিবান এবং আমানতদার আলেম। তাঁকে মনোনয়ন প্রদান করে কেন্দ্রীয় কমিটি একটি সময়োপযোগী, সঠিক এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে।”
জানা গেছে, মাওলানা ফেরদাউসুর রহমান একজন মাদ্রাসাশিক্ষিত ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি নারায়ণগঞ্জে দ্বীনি শিক্ষা বিস্তার ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়। স্থানীয় ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে তিনি একজন পরিচিত মুখ। তাঁর মনোনয়ন ঘোষণার পর থেকে নগরীর বিভিন্ন এলাকা ও মসজিদকেন্দ্রিক ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, “বর্তমান সময়ে যখন রাজনীতিতে আদর্শ ও নৈতিকতা হারিয়ে যেতে বসেছে, তখন ফেরদাউসুর রহমানের মতো একজন আলেমের রাজনীতিতে অংশগ্রহণ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তনের আশা জাগায়। আমরা বিশ্বাস করি, জনগণ তাঁকে খেজুর গাছ মার্কায় বিজয়ী করে সংসদে পাঠাবে এবং ইসলামী মূল্যবোধ ও জনগণের কল্যাণে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।”
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনটি আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ হলেও এবার নতুন মাত্রা যোগ করেছে ইসলামী দলগুলোর অংশগ্রহণ। দীর্ঘদিন ধরে এ আসনে ইসলামপন্থী কোনো প্রার্থীর উল্লেখযোগ্য অবস্থান না থাকলেও এবার জমিয়তের পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত ফেরদাউসুর রহমান এই ভাঙন ধরাতে পারেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
জমিয়তের কেন্দ্রীয় সিদ্ধান্তের পক্ষে সদর থানার পাশাপাশি জেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। তাঁরা বাড়ি-বাড়ি গিয়ে খেজুর গাছ প্রতীকের প্রচারণা চালাতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা।
মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “আমরা আল্লাহর ওপর ভরসা করে মাঠে নেমেছি। মানুষ পরিবর্তন চায়। আমরা আহ্বান জানাই, সকলে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন। তিনি আরও বলেন দল থেকে যিনি মননোয়ন পাবেন আমরা তাঁর পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, মুফতি হারুন ওয় রশিদ,মুফতি দেলোয়ার হোসেন, কামাল উদ্দিন, মাওলানা আবু বক্কর ,জমির উদ্দিন ফারুকি, মাওলানা আব্বাস, রুহুল আমিন প্রমুখ।