সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের বন্দরে ৩০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বন্দর থানার কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ।
বন্দর থানার কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স কং/৯৬২ আব্দুল মতিন ও কং/১১০৫ আব্দুর রশিদ থানা এলাকায় বিশেষ অভিযান, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ডিউটি পরিচালনা করাকালীন লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে অবস্থানকালে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত অনুমান ৩টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মিনি ট্রাক (রেজি নং- ঢাকা- মেট্রো-ড-১২-৪৬৮১) যোগে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা নিয়ে কুমিল্লা হতে ঢাকার উদ্দেশ্যে আসছে। উক্ত বিষয়টি এস আই মোঃ আনোয়ার হোসেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামকে অবহিত করে দিবাগত রাত অনুমান ৪টার সময় হতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মুছাপুর ইউপিস্থ বনলতা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনে গাড়ী তল্লাশী করাকালে দিবাগত রাত ০৪.১০ ঘটিকার সময় উক্ত গাড়ীটি থামানোর সংকেত দিলে গাড়ির ড্রাইভার গাড়িটি থামানোর সাথে সাথে গাড়ী হতে দুইজন লোক নেমে কৌশলে পালানোর চেষ্টাকালে গাড়ীর ড্রাইভার ও হেলপারকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন- ড্রাইভার মোঃ আলমগীর (২৫) কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন পয়াত (উত্তর পাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে) এলাকার মনির হোসেনের ছেলে ও হেলপার মোঃ সাব্বির হোসেন একই এলাকার রাসেল মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তাদের হেফাজতে থাকা মিনি ট্রাকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রয়েছে। অতঃপর উক্ত মিনি ট্রাক তল্লাশী করে গাড়ীর পিছনে বডির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৫ (পনের) টি প্যাকেট যার প্রতিটি খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো, প্রতিটি প্যাকেটের মধ্যে ২ (দুই) কেজি করে কথিত গাঁজা ওজন সর্বমোট (১৫X২)= ৩০ কেজি, মূল্য অনুমান (৩০X১৫,০০০)= ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় জ্ঞাতসারে নিজ দখলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারনি ১৯(গ)/৩৮ ধারার অপরাধ করেছে বিধায় তাদের বিরুদ্ধে উক্ত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।