1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
সিদ্ধিরগঞ্জের হোসিয়ারী শ্রমিক ফারুক হত্যার ঘটনায় জড়িত আসামী আনাসকে গ্রেফতার করেছে র‍্যাব-১১  - সকাল নারায়ণগঞ্জ
বুধবার, ২৮ মে ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জের হোসিয়ারী শ্রমিক ফারুক হত্যার ঘটনায় জড়িত আসামী আনাসকে গ্রেফতার করেছে র‍্যাব-১১  না:গঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় গুরুত্বপূর্ণ সভা  গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় রূপগঞ্জে ১কিলোমিটার রাস্তায় বৃক্ষরোপণ করলেন ডিসি ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে বন্দর থানার কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ বন্দরে ৫টি অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার একমাত্র আসামী মাসুদকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ মীর জুমলা সড়কে রাস্তাঘাট ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ বাজার ও স্থাপনা উচ্ছেদ  ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাকির খানের শ্রদ্ধা  চট্টগ্রামে থেকে আনা পচা ও দুর্গন্ধ যুক্ত ছাটির মাংস অভাদে বিক্রি হচ্ছে চাষাড়ায়

সিদ্ধিরগঞ্জের হোসিয়ারী শ্রমিক ফারুক হত্যার ঘটনায় জড়িত আসামী আনাসকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ 

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৬ Time View

সকাল নারায়ণগঞ্জ :

“কিশোর গ্যাংয়ের বলী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হোসিয়ারী শ্রমিক ফারুক, র‍্যাব-১১ এর অভিযানে হত্যাকারী আনাস (২০) ঢাকার হাজারীবাগ থেকে গ্রেফতার।”

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ফারুক স্থানীয় একটি হোসিয়ারী ফ্যাক্টরিতে মাসিক বেতনে চাকুরী করতেন। গ্রেফতারকৃত আসামী আনাছ এর সহিত ভিকটিম ফারুকের এলাকার ছোট ভাই-বড় ভাই নিয়া কথা কাটা-কাটি হয় এবং ভিকটিমকে প্রায় সময়ই আনাস ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার হুমকী ধমকী প্রদান করে। গত ২০২৪ সালের ২৭ ডিসেম্বর রাত আনুমানিক ৮ টার সময় গ্রেফতারকৃত আসামি আনাছ সহ আরও ৭ থেকে ৮ জন সন্ত্রাসী প্রকৃতির কিশোর দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া ধারালো চাপাতি, ছুরি, লাঠি-সোটা নিয়া বেআইনী ভাবে জনতাবদ্ধ হয়ে রাস্তায় ওত পেতে থাকে। ভিকটিম ফারুক তাহার কর্মস্থল হইতে নিজ বাসায় ফেরার পথে ঘটনাস্থলে পৌছামাত্রই আসামীগণ ভিকটিম ফারুকের গতিরোধ করে ও ধাক্কা দেয় এবং ভিকটিম ফারুককে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আসামীদের কোপের আঘাতে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিম ফারুক জীবন বাঁচানোর জন্য ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসতে থাকলে আসামীগণ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। অতঃপর স্থানীয় লোকজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় এবং ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় পরে ২৮/১২/২০২৪ ইং তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় স্থানান্তর করা হয়। টাকার অভাবে সামান্য চিকিৎসা নিয়ে ৩০/১২/২০২৪ ইং তারিখে ভিকটিম ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে আসে। এ ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে একটি মারামারির মামলা করা হয়। বাড়িতে আসার পর ভিকটিম ফারুকের শারীরিক অবস্থা আশংকাজনক হয়ে পড়লে তাকে পুনরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভিকটিম ফারুক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-০৭।

উক্ত ঘটনায় মামলা রুজূ  হওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে মামলার আসামিদের গ্রেফতার করার জন্য র‍্যাব-১১ ছায়া তদন্ত আরম্ভ করে। পরবর্তীতে র‍্যাব-১১ ও  র‍্যাব-৩ এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারী ও তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ মে) বিকাল ৪টার সময় ডিএমপি ঢাকার হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহার নামীয় ২নং আসামি কিশোর গ্যাং লিডার মোঃ আনাস প্রধান (২০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামী মোঃ আনাস প্রধান 

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মহসিন প্রধানের ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL