1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বন্দরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১  - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা নজরুল পদক ও সার্টিফিকেট প্রদান  এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান  মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে সাংবাদিক বিভূ রঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি- মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠযুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক আরাফাত রহমান কোকোর ৫৬তম জম্মদিনে মহানগর বিএনপির দোয়া পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ান: এড. টিপু..  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জেছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বন্দরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ 

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৭ Time View

সকাল নারায়ণগঞ্জ :

“নারায়ণগঞ্জের বন্দরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১৫ টি গরুসহ একটি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত ১ জন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১”।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১৮ ডিসেম্বর পাবনা ঈশ্বরদী হইতে বাদী রানা হোসেন তার মালিকানাধীন মিনি ট্রাক নিয়ে ১৫টি গরুসহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেন। গত ১৯ ডিসেম্বর রাত অনুমান ৩টা ৪০ মিনিটের সময় বন্দর থানাধীন কামতাল সাকিনস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম গামী লেইনের উপর পৌঁছামাত্র একটি সিলভার রংয়ের মাইক্রোবাস বাদীর ট্রাকের সামনে ব্যারিকেড দিলে ট্রাকের ড্রাইভার মোঃ ইরফান রাস্তার পাশে গাড়ি থামায়। তখন অজ্ঞাতনামা সিলভার রংয়ের মাইক্রোবাস হইতে ভুয়া ডিবির কটি পরিহিত কয়েকজন ব্যক্তি নেমে গাড়ির নিকট এসে গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং গাড়িতে থাকা গরুর পেটে হেরোইন মাদক আছে বলে দাবি করে বাদি সহ ট্রাকের ড্রাইভারকে গাড়ি হতে নামিয়ে সিলভার রংয়ের মাইক্রোবাসে তুলে নেয়। আগে থেকে মাইক্রোবাসের ড্রাইভারের সিটে একজন বসা ছিল। তাদের মধ্যে হতে একজন ব্যক্তি গরুসহ ট্রাকটি নিয়ে চলে যায় এবং মাইক্রোবাসের ড্রাইভার তাদের গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে গামছা দিয়ে বাদী ও তার ড্রাইভারের চোখ, মুখ, হাত বেঁধে গাড়ির ভিতরে এলোপাতাড়ি কিল, ঘুসি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে তাদের নিকটে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে দ্রুত চলে যায়।

এ ঘটনার প্রেক্ষিতে র‍্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ ও র‍্যাব-০৩, সিপিসি-১, শাহজাহানপুর এর একটি যৌথ চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে থাকে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে শনিবার (২৪ মে) আনুমানিক বিকাল সাড়ে ৪টা ডিএমপি ঢাকার বাড্ডা থানাধীন গুলশান লেক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন- ঢাকা জেলার বাড্ডা থানাধীন বেরাইদ, চিনাদী (কসাই বাবলুর বাড়ি) এলাকার আনোয়ার আলীর ছেলে বাবলু ওরফে বাবুল (৩৮)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী এসব ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL