সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৪ মে) মোবাইল কোর্ট পরিচালনার সময় হাসপাতালে রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে অবৈধ কার্যক্রমে লিপ্ত এক দালালকে হাতেনাতে আটক করা হয়।
তাকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারার অধীনে ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে তাকে হাসপাতালে বা আশপাশের এলাকায় দেখা গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।