সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের বন্দর থেকে ১৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ১১।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত সাড়ে ১২টায় র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ১৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন মো: শহীদের কন্যা মোছাঃ সাথী মনি (২০)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে করে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ১৪ কেজি গাঁজা আনায়ন করে নিজ হেফাজতে রেখেছিল। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব ১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল উক্ত অভিযুক্তকে বর্ণিত আলামতসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা