সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিটন মিয়া (২৬), এবং সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রফিক (২৫)।
পুলিশ জানায়, ২০২৩ সালের ২৮ আগস্ট রাতে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মিয়াকে বউরারটেক এলাকায় পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করে রিটন মিয়া ও তার সহযোগীরা। সেই থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলায় রিটনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
অপরদিকে, রফিকুল ইসলাম রফিক ছিনতাই, ডাকাতি, আন্দোলনে হামলা চালিয়ে বহু মানুষকে আহত করার অভিযোগে এলাকায় কুখ্যাত হয়ে উঠেছিল। চনপাড়ায় ছাত্র হত্যার ঘটনায়ও তার সম্পৃক্ততার তথ্য রয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের মঙ্গলবার (২২ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।