সকাল নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ জনের কারাদণ্ড নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
মঙ্গলবার (২২ এপ্রিল) রামচন্দ্রদী ও গোপালদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট।
অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- একাধিক মাদক মামলার হাসিনা (৬০), আলম (৩৯) ও শফিকুল ইসলাম ওরফে ল্যাংড়া শফিক (৪৫)।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে আটক করা হয়, লিটন (২৪) ও বাবুল (৩৫)–কে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের প্রক্রিয়াধীন রয়েছে।