সকাল নারায়ণগঞ্জ :
লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নানের শেষ পর্যায়ের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) জেলা প্রশাসক বন্দর উপজেলার বিভিন্ন ঘাট পরিদর্শন করেন।
জেলা প্রশাসক পূণ্যস্নানের বিভিন্ন ঘাট পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি মূল্যায়ন করেন এবং সুষ্ঠু ও নিরাপদভাবে পূণ্যস্নান সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতায় এই ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, সেনাবাহিনীর ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাম্প কমান্ডার মেজর আয়াজ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, পূণ্যস্নান বাস্তবায়ন ও সমন্বয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।