সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব গভীর রাতে জেলার সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের প্রায় ৫০০ দরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি ভাতের চাল , ২ কেজি পোলাউয়ের চাল, ১ কেজি তেল, ১ কেজি মুশুরি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম গুড়া দুধ, ১ প্যাকেট সেমাই ও ১ কেজি লবন।
এ বিষয়ে মাশুকুল ইসলাম রাজীব বলেন, “বিএনপি জনগণের দল। সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে বিএনপি। তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আসন্ন ঈদ উপলক্ষ্যে এলাকার নিম্ন আয়ের মানুষদের মধ্যে হাসি ফুটিয়ে তোলার জন্য আমার এই ছোট্ট প্রয়াস। এর মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করছি। পাশাপাশি দেশের সকল ধর্মের মানুষদের সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করছি। আমরা সামনের দিকে আরো ব্যাপকভাবে এসব মানবিক কর্মকান্ড পরিচালনার চেষ্টা করবো।”