সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখার লক্ষ্যে “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুর দেড় টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় থেকে চাষাঢ়া মোড় সংলগ্ন রাইফেলস ক্লাব পর্যন্ত এলাকা থেকে অবৈধ সাইনবোর্ড ও ব্যানার অপসারণ করা হয়।
এ কার্যক্রমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বাংলাদেশ পুলিশ সহযোগিতা প্রদান করেছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।