1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
মহাতীর্থ লাঙ্গলবন্দের পূণ্য স্নান উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আমলাপাড়া সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  না:গঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ২৫০০ সামর্থ্যহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরবলীগসহ বিশ্বসংস্থাগুলোকে ব্যবস্থা নিতেই হবে ফিলিস্তিনের গনহত্যা বন্ধের দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যেনগর ভাবনা’র নাসিক প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান আগামীকাল বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১  ৫০০ অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন রেজা রিপন মানবিক শরিফুল ইসলামকে ইফতার উপহার BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা 

মহাতীর্থ লাঙ্গলবন্দের পূণ্য স্নান উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৩ Time View

সকাল নারায়ণগঞ্জ:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাতীর্থ লাঙ্গলবন্দের অষ্টমী স্নান আগামী ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (৭ মার্চ) সকালে শহরের চাষাড়াস্থ শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

জেলার বন্দর উপজেলাধীন লাঙ্গলবন্দ এলাকায় অবস্থিত ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত এই পূণ্য স্নানে দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষ পূণ্যার্থী অংশগ্রহণ করে থাকেন। এবারের মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পূণ্য স্নানে অংশগ্রহণকারী বিভিন্ন সেবা ক্যাম্পের প্রতিনিধিগণ তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং উপস্থিত কর্তৃপক্ষ তা লিপিবদ্ধ করেন ও সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় এ সময় বক্তরা বলেন, আমাদের মাঝে একটা পক্ষ ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে। সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমরা ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

তারা আরও বরেন, মহাতীর্থ লাঙ্গলবন্দ পূণ্য স্নান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ উৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করতে সকলেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে বলে আশা ব্যক্ত করেন। সেই সাথে আগত পুন্যার্থীদের নিরাপত্তার জন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী পূর্ণ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, বাংলাদেশ কেন্দ্রীয় গীতা পরিষদের সাধারণ সম্পাদক বিজন কান্তি ধর, কেন্দ্রীয় ভক্ত সেবা সংঘের সভাপতি শ্রী শান্তি রঞ্জন বাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সঞ্জিব কর্মকার জয়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, কেন্দ্রীয় ছাত্র মহাসংঘের সভাপতি সজীব কুন্ড তপু, বাংলাদেশ হিন্দু সংস্কার সমিতির যুগ্ম সম্পাদক রতন পাল, দীপক পাল, এন ঘোরামী, জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অভয়ে রায় জেলার সভাপতি এডভোকেট রঞ্জিত চন্দ্র দে, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, তাপস কর্মকার, প্রদীপ সরকার, বিশ্বজিৎ সাহা, তারক ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সোনারগাঁ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভৌমিক, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, পূজা পরিশোধ নেতা তপন ঘোষ, তপন গোপ সাধু, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্যসহ মহাতীর্থ লাঙ্গলবন্দ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা ক্যাম্পের প্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে  নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীপক কুমার সাহার সদ্য প্রয়াত পুত্র দীপেন সাহা এবং নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়াত সভাপতি গোপীনাথ দাসের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL