সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন কর্তৃক অবৈধ পার্কিং ও মূল সড়কের ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে নগরীর বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বিজিবি ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানে, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ৫টি মামলায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয় ৫ জনকে।
সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার জানান, “আমরা ফুটপাত দখল এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি এবং জেলা প্রশাসন এই কার্যক্রম অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন, “রাস্তার উপর যেসব অবৈধ স্থাপনা, বিশেষ করে ভাসমান দোকান-পাট রয়েছে তা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন করার জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি।”