সকাল নারায়ণগঞ্জ:
এক দাবিতে দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ বিএনপির আয়োজনে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শহরের মিশনপাড়া এলাকায় নবাব সলিমুল্লাহ সড়কের উপর অস্থায়ী মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনি এক বিশাল মিছিল নিয়ে জনসমাবেশের যোগদান করেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মানিক সরদার সহ অন্যান্য নেতাকর্মীরা।