1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতারমাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আমলাপাড়া সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  না:গঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ২৫০০ সামর্থ্যহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরবলীগসহ বিশ্বসংস্থাগুলোকে ব্যবস্থা নিতেই হবে ফিলিস্তিনের গনহত্যা বন্ধের দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যেনগর ভাবনা’র নাসিক প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান আগামীকাল বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১  ৫০০ অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন রেজা রিপন মানবিক শরিফুল ইসলামকে ইফতার উপহার BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা 

আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতারমাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আনন্দ উৎসব করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের এসএসসি ব্যাচ ৯৭ এর শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী প্লাটফর্ম হিসেবে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করলো আমরা ৯৭ নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল নগর পার্কে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে সেতু বন্ধনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমরা ৯৭ নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, এড. রাশেদ ভূইয়া, এমএ মান্নান ভূঁইয়া, সানোয়ার কবির নিতু ও মাসুম আহম্মেদের সমন্বয়ে গত ২৭ ডিসেম্বর আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ব্যাচ ৯৭ বন্ধুদের স্ব-পরিবারে মিলনমেলা ঘটে। আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় মেতে উঠে সবাই। সৃজনশীল বন্ধু আনন্দ, রিমু, নাসরিন, বাপ্পী ও মান্নান ভূঁইয়ার সাবলীল সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে থিম সং পরিবেশন করেন ইমাম হোসেন বাপ্পী ও সঙ্গীত পরিবেশন করেন লিটন গাঙ্গুলি ও শহর বাউল জন সহ অন্যান্য শিল্পীরা। এদিকে চারুকলা প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ইফতেখারুল প্রিন্স, ফারজানা মিষ্টি ও মানছুরা আক্তার লুনার তত্ত্বাবধানে বিচারক ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনসটিটিউটের অধ্যক্ষ মোঃ সামসুল আলম আজাদ, সহকারী অধ্যাপক শহীদ আহম্মেদ মিঠু ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রকৌশলী আসিফুর রহমান।

অনুষ্ঠান বাস্তবায়নে অর্থ উপ কমিটির শাকিল, আপ্যায়ন কমিটির নুরুল হুদা মহব্বত, ফজলু, কাদের, শামীম, নিয়ম শৃঙ্খলা রক্ষায় মাহাবুব জয়, সাজসজ্জায় সবুজ সাহা এবং সামগ্রিক পর্যাবেক্ষনে ছিলেন তোফাজ্জল হোসেন, সামছুল আলম, শরিফুল সহ বিভিন্ন উপ কমিটির সদস্যরা আন্তরিক মহানুভবতায় আনন্দ উৎসব স্বার্থক ও সুন্দর করে তুলেছেন। অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব ফরিদ আহম্মেদ বাঁধন, মাজহারুল ইসলাম, জিয়াউর রহমান সহ অন্যান্য গুণী বন্ধুরা শুভেচ্ছা বিনিময় করে মানবিক বক্তব্য উপস্থাপন করেন। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ব্যাচ ৯৭ বন্ধুরা উচ্ছ্বাসে উজ্জীবিত হয়ে একে অপরের সহযোগিতার মনোভাবে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন এবং পরিবারের বউ বাচ্চাসহ মা-বাবাকে অনুষ্ঠান স্থলে শুভেচ্ছা উপহারের মাধ্যমে সম্মানীত করায় সকলেই আত্মহারা হয়ে যায়। ৯৭ পরিবারের সন্তানদের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা স্মারক এবং খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও উপস্থিত সবার জন্য র‌্যাফেল ড্র করে বিজয়ীদের হাতে ১০টি পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে শিশু কিশোরদের কোরআন পাঠ, ছড়া, কবিতা ও গজল পরিবেশন করা হয়। আমরা ৯৭ নারায়ণগঞ্জের প্রায় ৫ শতাধিক সদস্য পরিবারের এই আয়োজনে বিকেলের নাস্তা চটপটি, চিতইপিঠা ভাপাপিঠা, কফি ও রাতে খাবার পরিবেশন করা হয়। এ সময় আনুষ্ঠানিক বিদায় বেলায় সকল বন্ধুরা এডমিন প্যানেল ও আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পরবর্তী আয়োজনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL