1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
দেশের প্রাণিসম্পদ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরিতে বাজারে অত্যাধুনিক ফিড নিয়ে এল আকিজ রিসোর্স - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নাসিম ওসমান সেতুর নাম মুছে ফেললো বিক্ষুব্ধ জনতা লবণ মিল মালিকদের  নিয়ে অর্ধবার্ষিক পর্যালোচনা সভা সংশোধিত কর নীতি নিয়ে তামাক খাতের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ ইসলামী আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার নবগঠিত কমিটি ওসির সাথে সাক্ষাত ৩ নং মাছ ঘাটে চলছে মুসা ও বড় শাহজাহানের অবৈধ রমরমা জুয়ার আসর ছিনতাইকারী ও প্রতারক রোমানের তাণ্ডব, কোথায় পেল এই অস্ত্র? সোনারগাঁয়ে যানজট নিরসনে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ সোনারগাঁ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জবাসীর নিত্যদিনের সঙ্গী হচ্ছে যানজট  দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ” বিষয়ক কর্মশালা

দেশের প্রাণিসম্পদ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরিতে বাজারে অত্যাধুনিক ফিড নিয়ে এল আকিজ রিসোর্স

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তাদের কল্যাণে অত্যাধুনিক ও সেরা মানের ফিড বা পশুখাদ্য বাজারে এনেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। সম্প্রতি রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক মনোরম অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। আকিজ ফিড ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে পোল্ট্রি, গবাদি পশু এবং মাছ চাষের উৎপাদনশীলতায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে, এমনটি আশা করা হচ্ছে।

‘রেজাল্ট হিট’ স্লোগানের আওতায়, আকিজ এগ্রো ফিড লিমিটেড কৃষি খাতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। অত্যাধুনিক ইউরোপিয়ান প্রযুক্তি ব্যবহার করে, আকিজ এগ্রো ফিড সর্বাধিক কার্যকারিতা ও ফলাফল নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে, যেখানে মানুষের হস্তক্ষেপের প্রয়োজন পড়বেনা, যা দেশের কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মো. রেয়াজুল হক। এছাড়াও শতাধিক ব্যবসায়ী, কৃষি খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও অন্যান্য খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা আয়োজনে অংশগ্রহণ করেন।

এ সময় আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন, চেয়ারম্যান ফারিয়া হোসেন, ভাইস চেয়ারম্যান এ. কে. জোয়াদ্দার, এবং আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী এ. টি. এম. হাবিব উল্লাহসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকিজ এগ্রো ফিডের ক্যাটালগে রয়েছে পোল্ট্রি, গবাদি পশু ও মাছ চাষের জন্য সেরা মানের ফিড। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ৫৮টি এসকিউও বাজারে এনেছে। পোল্ট্রি ফিডে ব্রয়লার, লেয়ার ও কক ফিড; গবাদি পশুর জন্য ডেইরি ও বিফ ফিড; এবং মাছের জন্য ফ্লোটিং, চিংড়ির ও সিংকিং – সব ধরনের ফিড এই ক্যাটালগে অন্তর্ভুক্ত রয়েছে। এসব ফিডগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি, যা চাষের মাছ ও গবাদিপশুর উন্নত স্বাস্থ্য এবং অধিক উৎপাদনশীলতা নিশ্চিতের পাশাপাশি কৃষকদের জন্যও টেকসই জীবনযাত্রার সুযোগ তৈরি করবে।

জাতীয় সমৃদ্ধিতে কৃষি খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে এবং এ খাতে আরো বিকাশের জন্য ডিলার ও অংশীজনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জাতীয় সমৃদ্ধিতে কৃষি খাত অবদান রেখে যাচ্ছে। এই খাতের বিকাশের জন্য ডিলার ও অন্য অংশীজনদের অবদান অনেক। সকল অংশীজনের প্রতি আমার অনুরোধ, দোষারোপ না করে সকলেই আমরা জাতীয় সমৃদ্ধি নিশ্চিত করতে একসাথে কাজ করবো, ভোক্তার পাশে থাকবো। এছাড়া, অ্যান্টিবায়োটিক ব্যবহারে আরও সচেতন হতে হবে। আমাদের পোল্ট্রি ফিডের বিশ্ব বাজারে চাহিদা আছে। আমি প্রত্যাশা করি যে, আকিজ এর ঐতিহ্যের ধারাবাহিকতায় পোল্ট্রি ফিডের গ্রাহকদের জন্য মূল্য সংযোজন করবে।”    

আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন, বাজারে আকিজ ফিডের পণ্য কৃষি উদ্যোক্তাদের উপর ইতিবাচক প্রভাব পড়বে- এই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “উপস্থিত সবার আগ্রহ দেখে আমরা মনে হচ্ছে যে, আকিজ এগ্রো ফিডের পশুখাদ্য ‘রেজাল্ট হিট’ স্লোগানের সার্থকতা বজায় রাখতে সক্ষম হবে। কৃষি খাত ও কৃষি উদ্যোক্তাদের জীবনেও আমাদের ফিড ইতিবাচক প্রভাব রাখবে বলে আশাবাদী আমরা।”      

আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন নিজেদের পণ্যের গুনগতমান বজায় রাখার উপর বিশেষ জোর দিয়ে বলেন, “বাংলাদেশের কৃষি খাত আমাদের জাতীয় অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আকিজ সবসময় পণ্যের মানের ক্ষেত্রে আপসহীন। আমাদের প্রতিটি পণ্য ও সেবা এদেশের কৃষকদের বিশ্বাসের প্রতিফলন। গুণগত মানই আমাদের শক্তি; আর এই চেতনাকে সঙ্গে নিয়েই আজকে আমরা আকিজ এগ্রো ফিডের যাত্রা শুরু করছি।”

আকিজ রিসোর্সের ভাইস চেয়ারম্যান এ. কে. জোয়াদ্দার এবং আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী এ. টি. এম. হাবিব উল্লাহ তাদের শুভেচ্ছা বক্তব্যে দেশের বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়নে আকিজ এগ্রো ফিডের ধারাবাহিক বিনিয়োগ, কৃষি খাত সংশ্লিষ্টদের মধ্যে উন্নত ফিড ব্যবহারের সচেতনতা বৃদ্ধি, বেকার সমস্যা দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়ন সহ নানা দিক তুলে ধরেন।

উপস্থিত কৃষি বিশেষজ্ঞ, গবেষক, উদ্যোক্তা এবং কৃষি পেশাদারগণ আকিজ রিসোর্সের এই উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতে আকিজ এগ্রো ফিড দেশের প্রাণিসম্পদ খাতকে আরো সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কৃষকদের জীবন ও জীবিকাকে নতুন উচ্চতায় নিতে সহায়তা করবে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL