1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
রূপগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত - সকাল নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:১১ অপরাহ্ন

রূপগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৪১ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে রূপগঞ্জে ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা কার্যক্রমের কর্মপরিকল্পনার চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদকি গত ৯ জুলাই রুপগঞ্জ উপজেলার তারাবো পৌর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে দীর্ঘমেয়াদি ক্যাম্প (আইইউডি ও ইমপ্ল্যান্ট) এবং কাঞ্চন আশ্রয়ন প্রকল্পের কেন্দ্রে স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা,  মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হয়। 

পরে ১০ জুলাই উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘমেয়াদি ক্যাম্প (আইইউডি ও ইমপ্ল্যান্ট) এবং কায়েতপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কিশোর কিশোরী প্রজনন  স্বাস্থ্যসেবা বিষয়ক কাউন্সেলিংসহ গোলাকান্দাইল আশ্রয়ন প্রকল্পে স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা,  মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।

আজ ১১ জুলাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি ক্যাম্প (আইইউডি ও ইমপ্ল্যান্ট)সহ দাউদপুর আশ্রয়ন প্রকল্পে স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।

পরে এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা কার্যক্রমের কর্মপরিকল্পনার চিকিৎসার শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী শিল্পী আক্তার পরিবার কল্যাণ সহকারী ৩/গ ইউনিট,তারাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। শ্রেষ্ঠ প: ক: কেন্দ্র তারাব ইউনিয়ন স্বাস্থ্য ও প: ক: কেন্দ্র রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃনাজমুল হোসাইন, তারাব রূপগঞ্জ, নারায়ণগঞ্জ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা কিসমত জাহান UH & FWC তারাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

শ্রেষ্ঠ উপ সহকারী মেডিকেল অফিসার মোঃ জাকির হোসেন

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, তারাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা কার্যক্রমের কর্মপরিকল্পনার চিকিৎসার বিষয় নিয়ে রুপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোমার রোমানুর নাহার বলেন, আমি এবং উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: শুভাগত সাহা সহ আমরা অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে রূপগঞ্জে ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা কার্যক্রমের কর্মপরিকল্পনার চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেছি। এবং এ ছাড়াও আমাদের উপজেলা পরিবার পরিকল্পনার সকল কর্মকর্তারাও তাদের নিজ নিজ জায়গা থেকে সার্বক্ষণিক জনসাধারণকে প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL