সকাল নারায়ণগঞ্জঃ
বেপরোয়া গতিতে ট্রলার চালানোর অপরাধে এমভি নাহাতাজ নামের একটি ট্রলার জব্দসহ ২ জনকে আটক করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সন্ধ্যা ৬ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বড়গুনা জেলার সদর থানার মারখালী এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও একই জেলার একই থানার বাদশা মিয়ার ছেলে আরিফ হোসেন (২৫)। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, বন্দর থানার চর-ধলেরশ্বরী নদী হয়ে মহনপুর লোড পয়েন্টে ডিউটি করার জন্য রওনা হয়। ওই সময় এ নদীতে এমবি নাহাতাজ ট্রলারটি বেপরোয়া গতীতে চালিয়ে যাওয়ার সময় পুলিশ ১শ’ ফুট লম্বা ট্রলারটি আটক করে।