1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
না:গঞ্জ জেলার সকল বাস ও ট্রাক ড্রাইভারদের নিয়োগ পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিনিধিদলের সাক্ষাৎ ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে : মোমিন মেহেদী নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত স্থিতিশীল কল্যাণ রাস্ট্র বিনির্মান অসম্ভব- আনন্দধামে বিচারপতি ডা: তারেক  দুর্গাপূজায় সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৮ নং ওয়াডে বিএনপির পক্ষ থেকে পূজার উপহার: যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে গড়তে: মাওলানা ফেরদাউসুর রহমান বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস ২০২৫ পিআরের পক্ষের রাজনীতিকরা জনশত্রু : মোমিন মেহেদী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা

না:গঞ্জ জেলার সকল বাস ও ট্রাক ড্রাইভারদের নিয়োগ পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৪৪ Time View

সকাল নারায়ণগঞ্জ :

দেশে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ জেলার সকল বাস ও ট্রাক ড্রাইভারদের নিয়োগ পত্র দেওয়ার প্রক্রিয়া  শুরু হচ্ছে। এ ছাড়া ড্রাইভারদের জন্য আলাদা ডাটাবেইজ তৈরি হচ্ছে দুর্ঘটনার পরে দায়ী চালকদের দ্রুত সনাক্ত করতে। এ ছাড়া জেলার সকল বাস ড্রাইভার ও হেল্পারদের জন্য আলাদা আলাদা পোশাকও দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়কে শৃঙ্খলা আনতে মতবনিমিয়সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জেলার পরিবহন ব্যবস্থারও পরিবর্তন আনতে হবে। যাত্রী পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

ফিটনেসবিহীন গাড়ি এবং অবৈধ ড্রাইভিং লাইসেন্সই সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগ দুর্ঘটনার পর অপরাধী সনাক্তে চালকদের পর্যাপ্ত তথ্য না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেকায়দায় পড়তে হয়। এই জন্য জেলার সকল ড্রাইভারদের তথ্যভত্তিকি ডাটাবজে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, গণপরিবহনের ড্রাইভার নিয়োগের সময় ড্রাইভিং লাইসেন্স,ড্রাইভারের শারীরিক ও মানসিক সক্ষমতা এবং মাদকাসক্তি পরীক্ষাও দরকার। তিনি মালিকদের উদ্দেশ্যে আরো বলেন,আপনার মহা মূল্যবান গাড়িটির নিরাপত্তার জন্য হলেও নিয়োগ পত্র দরকার। এ ছাড়া একজন ড্রাইভারের সামাজিক মর্যাদার বাড়বে তার নিয়োগপত্র থাকলে। একজন ড্রাইভার জানেন না তার চালানো গাড়িটি আগামীকাল তিনিই চালানোর সুযোগ পাবেন কি না। অথচ গাড়িটি চালাতে চালাতে সেই গাড়ির প্রতি এক ধরনের মায়াও সৃষ্টি হয় চালকের।

এই জন্য ড্রাইভারদের বাধ্যতামূলক নিয়োগ পত্র দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব করছি আমি।

চালকের অনুপস্থিতির সুযোগ হেল্পারদের দিয়ে গাড়ি চালানো বন্ধে আইন প্রয়োগ, চালক ও হেল্পারদের জন্য পৃথক পোশাক ও পরিচয়পত্র চালুর প্রস্তাব দেন তিনি। তিনি বলেন, জেলা প্রশাসন জেলার সব চালকদরে নাম মাত্র খরচে নিয়মিত ডোপ টেস্টের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম বলেন, জেলা প্রশাসকের উদ্যোগগুলো সফল হলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে।

সভায় জেলা পুলিশ সুপার কার্যালয়, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL