1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বিএনপির সদস্য নবায়নে টিপুর হুঁশিয়ারি: 'স্বজনপ্রীতি চলবে না - সকাল নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠযুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক আরাফাত রহমান কোকোর ৫৬তম জম্মদিনে মহানগর বিএনপির দোয়া পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ান: এড. টিপু..  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জেছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিকতা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বর্তিক ও নাট্য প্রতযিোগতিা অনুষ্ঠতি সমাজতান্ত্রকি ছাত্র ফ্রন্ট, এই ঘোষণা নব্য ফ্যাসিস্টদের জন্মচিৎকার : মোমিন মেহেদী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালিতে সাখাওয়াত – টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির তাক লাগানো শোডাউন

বিএনপির সদস্য নবায়নে টিপুর হুঁশিয়ারি: ‘স্বজনপ্রীতি চলবে না

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৯৯ Time View

সকাল নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু দলের নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেছেন, “আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির সাথে আপোষ করবেন না, তাদেরকে দলে আশ্রয় বা প্রশ্রয় দেবেন না। কোনোভাবেই স্বজনপ্রীতি করা যাবে না।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ১৯নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

শুক্রবার ( ২৭ জুন ) বিকেল চারটায় মদনগঞ্জ বটতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

টিপু আরও বলেন, “গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো—যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ—জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। এমনকি আমরাও বউ বাচ্চা নিয়ে বাড়িতে শান্তিতে ঘুমাতে পারিনি। বিএনপির কোনো নেতাকর্মী যেন জনগণকে কষ্ট না দেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

তিনি দলের সদস্যপদ নবায়নের ক্ষেত্রে কঠোর নীতির কথা উল্লেখ করে বলেন, “যারা দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করে পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করেছে, তাদেরকে কোনোভাবেই দলে ঢুকতে দেওয়া হবে না।”

মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ, মোঃ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য এড. রফিক আহমেদ, বন্দর থানা বিএনপির শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র মাসুদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আ: সালাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন পলু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, সদস্য সম্রাট হাসান সুজন।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL