সকাল নারায়ানগঞ্জঃ
যানজট নিরসনে অবৈধ ষ্ট্যান্ড ও ফুটপাত দখলমুক্ত করতে রূপগঞে্জ ওসি মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ঝটিকা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ভুলতা ফাঁড়ির ইনচার্জ মো. আজহার আলীসহ থানা ও ফাঁড়ির পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে বাবুল নামের এক পথচারীরা বলেন এই এলাকায় দীর্ঘ যানজটের কারণে
ফ্লাইওভার করা হলেও এখানকার রিক্স, ভ্যান, বেবী, সিএনজি, লোকালবাস,
পরিবহনের যত্রতত্র ষ্ট্যান্ড বসিয়ে রাস্তাঘাট দখল করে রাখে। পুলিশের এই
পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। এভাবে পরিস্কার থাকলে পথচারীদের পথ চলাচলের
কোন বাধা থাকবে না। পুলিশের কাছে মানুষ এটাই আশা করে।
এ ব্যাপারে ওসি মাহমুদুল হাসান বলেন, মহাসড়কের ভুলতা ও
গোলাকান্দাইল এলাকায় অবৈধভাবে যানবাহনের বিভিন্ন ষ্ট্যান্ডের কারণে সব সময়
যানজট লেগে থাকে। এই যানজট নিরশন অভিযানের অংশ হিসাবে আজ এই এলাকায় উচ্ছেদ
চালানো হয়েছে।