1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
(সিইসি)’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সাহিত্য-সংস্কৃতি কখনো ধর্মান্ধ হয় না মমিনউল্লা ডেভিডের ২০তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো: শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ২৭ যানবাহন জব্দ, ২৯ মামলায় লাখ টাকা জরিমানা ১০ দিন যাবৎ নিখোঁজ ঝর্ণা বিশ্বাস সন্ধান চায় পরিবার  বশিষে উদ্দশ্যেে র্গামন্টেস শ্রমকি ফ্রন্টরে নতেৃবৃন্দরে নামেবভ্রিান্তকির সংবাদ প্রকাশরে প্রতবিাদ সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত

(সিইসি)’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৪২ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) সহ নেতৃবৃন্দের উপর হামলায়, বর্বরোচিত আখ্যা দিয়ে ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা।

বিক্ষোভ মিছিলের পূর্বে শুক্রবার (১৬ জুন) বাদ জুম্মা নগরীর বঙ্গবন্ধু সড়কের ডিআইটি এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে সরকারের সমালোচনা করে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ডিআাইটি মসজিদ থেকে ২নং রেইল গেট পর্যন্ত প্রায় সহস্রাধিক নেতাকর্মীর সমাগম হয় এই সমাবেসে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যে ভোট চুরির  মহোৎসব করা হয়েছে তা জনগণ মেনে নিবে না। তাদের নিশ্চিত পরাজয় হবে এটা বুঝতে পেরে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের প্রাণপ্রিয় শায়েখকে রক্তাক্ত জখম করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আমরা শান্তিপ্রিয় আমরা আইন হাতে নিবো না। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। পাশাপাশি জাতীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি কাওছার বাঙালী। আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সহ-সভাপতি যথাক্রমে হাফেজ আমিন উদ্দিন ও মুহা. নুর হোসেন, জেলা ও মহানগরের সেক্রেটারি যথাক্রমে মুহা. জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, জেলা ও মহানগর জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে হাজী আমান উল্লাহ ও ডা. সাইফুল ইসলাম, জেলা ও মহানগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে ফারুক আহমেদ মুন্সী ও মাও. শামসুল আলম।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সভাপতি যথাক্রমে মুহা. যোবায়ের হোসেন ও আবুল বাশার খান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সভাপতি যথাক্রমে মাওলানা হাবীবুল্লাহ হাবীব ও মুহা. ওমর ফারুক। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি আব্দুল হাকিম আদ দিফায়ী, বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হোসেন কাজল মাস্টার। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সভাপতি যথাক্রমে আ. হান্নান ও মেহেদী হাসান, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সভাপতি যথাক্রমে মাওলানা রেজাউল করীম ও আব্দুল  হান্নান সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমূখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL