মুন্সীগঞ্জে শিশুদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতির উপহার সামগ্রী বিতরণ

  • সকাল নারায়ণগঞ্জ 

 

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে শিশুদের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ  উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মুন্সীগঞ্জ পুলিশ লাইনে বুধবার মুন্সীগঞ্জ পুলিশ লাইনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি আমিনা রহমান মুন্নির সভাপতি ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন মাদ্রাসার  শিশুদের ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।

 

এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, গাজীপুর  সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক এমএ সালাম শান্ত, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আল-মামুন এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অন্তর শোবিজের চেয়ারম্যান মোঃ স্বপন চৌধুরী।

 

ইফতার ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযোদ্ধা শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।