আজ ২৮ মার্চ ২০২৩ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারাশিদ বিন এনাম র্যাব ১১ এবং ঔষধ প্রশাসন সহকারে দিনব্যাপী টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করেন।
এ সময় মিজমিজি পাইনাদি এলাকায় নকল স্যালাইন উৎপাদনকারী গ্রীন কনজুমারস নামক কারখানায় নিরাপদ খাদ্য আইন অনুসারে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়।
সানারপাড় এলাকায় এনকো ল্যাবরেটরিজ নামক একটি আয়ুর্বেদিক ওষুধ কারখানায় অবৈধ ঔষধ উৎপাদনের কারণে ঔষধ আইন ১৯৪০ অনুসারে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় বিপুল পরিমাণ অবৈধ স্যালাইন এবং ঔষধ বিনষ্ট করা হয়। কাচপুর এলাকায় মূল্য তালিকা না রাখার কারণে দুইটি খেজুরের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মোট ৫০০০০ টাকা জরিমানা করা হয়।