সকাল নারায়ণগঞ্জঃ ‘কোনো ধর্মই নারীদের ঘরে বসে থাকতে বলেনি। যারা এসব বলে, তারা নারীদের পিছিয়ে রাখতে চায়। যে দেশের শিক্ষামন্ত্রী একজন নারী, স্পিকার নারী প্রধানমন্ত্রী একজন নারী সে দেশের নারীদের ঘরে বসে থাকলে হবে না।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল ।
উপমন্ত্রী
বলেন,
‘প্রতিবছর সরকারি শিক্ষা খাতে কোটি কোটি বিনিয়োগ করছে। যাতে মেয়েরা
সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। মেয়েদের সাহস রাখতে হবে। তোমাদের কর্মমুখী হতে
হবে। অনেক নারীই গ্রেজুয়েশনের পর কর্মবিমুখ হয়ে পরেন। নারীদের কর্মমুখী
করা আমাদের জন্য একটি সামাজিত চ্যালেঞ্জ।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) নাহিদা বারিক।