জাপা নেতা ময়না’র মৃত্যুতে মহানগর জাতীয় পার্টি শোক

  • সকাল নারায়ণগঞ্জ

 

 

১৩ নং- ওয়ার্ড জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী,  নারায়ণগঞ্জ ইয়াং ষ্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্বর  জামতলা পন্চায়েত কমিটির সহ সভাপতি গাজী  মোঃ মোখলেছুর রহমান ( ময়না)র মৃত্যুতে তার বিদেহী আত্বার মাগফেরাত কামনা  ও গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন, নারায়নগন্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোঃ মোদাস্বেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ আফজাল হোসেন, ১৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির আহবায়ক মোঃ আবু সাঈদ চৌধুরী, যুগ্ন আহবায়ক সৈয়দ আহম্মেদ বিপু, মতিউর রহমান মুক্তি সহ আরও অনেকে। উল্লেখ্য যে,

 

মরহুম গাজী মোখলেছুর রহমান ময়না বুধবার দিবাগত রাত আড়াই টায় (২৩শে মার্চ) ইন্তেকাল করেন ।

 

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)  তিনি বেশ কিছু দিন যাবদ কিডনি ও ডায়েবিটিস রোগে আক্রান্ত হওয়ায় তাকে  ঢাকা আনোয়ারা খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছিলো।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২। তিনি- স্ত্রী,  একছেলে, দুই কন্যা,  আত্বীয় সজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

আজ বাদ জোহর নিউ চাষাড়া জামতলা ধোপাপট্টি আব্দুল মালেক জামে মসজিদে জানাযা শেষে মাসদাইর নাসিক কবরস্হানে তাকে দাফন করা হয় ।