বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য দোয়া এবং সদর থানা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
বুধবার (১৫ মার্চ) দুপুর ২টায় বিবি রোডস্থ সিনামন রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
এসময় তিনি বলেন, আমি নবগঠিত নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সদস্যের শুভেচ্ছা জানাই। কারন এই কমিটি দীর্ঘদিন যাচাই-বাছাই করে তারপর দেওয়া হয়েছে। যে দ্বায়িত্ব দেওয়া হয়েছে সেটা তাদের কাছে আমানত। এই কমিটি তাদের যোগ্যতার পরিচয় দিয়ে সারাদেশে মডেল হিসেবে পরিচিতি হবে বলে আমরা আশাবাদী। বাকী কাজগুলো দ্রæত শেষ করবেন বলে আমরা আশাকরি। তবে নেতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই যারা দলের ত্যাগী কর্মী তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আবার অনেকে তার যোগ্য সম্মান না পাওয়ায় দল থেকে দূরে সড়ে গেছে, তবে তারা দলকে মন থেকে এখনো ভালোবাসে।
তিনি আরও বলেন, যারা এই কমিটি নিয়ে সন্তুষ্ট নয় তারা স্থানীয় এমপির সাথে আতাত করে পাল্টা কমিটি দিচ্ছে। যারা দলের হয়ে স্থানীয় এমপির দালালী করে তারা আমাদের ভাই হতে পারেনা। তাদেরকে বলবো আপনারা সঠিক পথে ফিরে আসুন। এজন্য দলের গঠনতন্ত্র মানতে হবে। দল করবেন কিন্তু গঠনতন্ত্র মানবেন না সেটা হবেনা। গঠনতন্ত্র মেনে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করে গড়ে তুলতে হবে।
সভায় সদর থানার সদস্য সচিব এড. এইচ.এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবীর, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।