শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর বঙ্গবন্ধু অডিটোরিয়াম প্রাঙ্গনে সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শ্রী সুব্রত পুরকায়স্থ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি উর্মি ঢালীর সভাপতিত্বে ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য মো. টিপু সুলতান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ, সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদ, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক এ বি এম আজহারুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য জামির হোসেন রনি, কায়কোবাদ রুবেল,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী ছগীর আহমেদ, মোঃ আল-আমীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তাহের উদ্দিন সানি প্রমুখ।
সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী একজন মো. শফিউল বাসার বাবু এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. রানা আহমেদ রবি ও রফিকুল ইসলাম প্রধান দুইজন সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগমী তিন দিন পর সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষনা করা হবে বলে জানান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শ্রী সুব্রত পুরকায়স্থ।