- সকাল নারায়নগঞ্জ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইজিবাইকের ধাক্কায় আবারো প্রাণ হারালো ৬ বছরের শিশু কন্যা।
ইজি বাইকের ধাক্কায় প্রাণ হারালো ৬ বছরের শিশু কন্যা নুসরাত জাহান ইভা।
আবু হানিফ হাওলাদারের ৬ বছরের শিশু কন্যা নুসরাত জাহান ইভা দুপুর১১.৩০ মিনিটে নিজের বাড়ি থেকে ফুফুর বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে চালানো ইজি বাইকের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ভাই-বোনের মধ্যে নুসরাত জাহান ইভা ছোট। দুর্ঘটনার কবলিত ইজিবাইকটিকে শরনখোলা থানায় আটক করা হয়। ছোট শিশু কন্যা নুসরাত জাহান ইভার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এমন অস্বাভাবিক মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না।