‘স্মার্ট বাংলাদেশ ২০৪১: সবার জন্য স্মার্ট সেবা্’ এই লক্ষ্যকে সামনে রেখে সরকারের বাস্তবায়িত ডিজটাল সেন্টারের এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইসিটি অধিদপ্তরের প্রোগামার আয়েশা সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ—পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুল হকসহ জেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তরা।
সভায় কম্পিউটার দিয়ে কি করে শূন্য থেকে উদ্যোক্তাদের উঠে আসার গল্পগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সেবা প্রদান কার্যক্রমের বাধা এবং সমস্যাগুলোও চিহ্নিত করার উপর জোর দেওয়া হয়