ইংরেজি নববর্ষ-২০২৩ উপলক্ষে দেশ ও প্রবাসের সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তরময়মনসিংহ সমিতির ঢাকা সচিব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন অর রশিদ।
তিনি বলেন, সময়ের আবর্তনে ইংরেজি নববর্ষ ২০২২ খ্রিঃ আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছে। নতুন করে আমাদের মাঝে এসেছে ২০২৩ খ্রিঃ। পুরাতন বছরে আমাদের রয়েছে অনেক পাওয়া না পাওয়ার গল্প। অনেক ভালো কিছুই করার ইচ্ছা থাকলেও সময়ের ফ্রেমে বাধা ছিল আমাদের প্রতিটি ক্ষণ। সে কারনে শেষ হয়েও সব কিছু শেষ করতে পারিনি।
তিনি বলেন, জাতির পিতার কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে উন্নয়ন, সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবংজাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ২০২২ ছিল একটি উল্লেখযোগ্য বছর। এসময় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেবাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে।
তিনি আরও বলেন, নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের। নতুন বছর অর্জন আর প্রাচুর্যে, সৃষ্টি আর কল্যাণেভরে উঠুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি- মহান আল্লাহতায়ালার দরবারে এই প্রার্থনা করছি। অতীতেরসফলতা-ব্যর্থতার ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণের জন্য এখন দৃপ্ত পায়ে এগিয়ে যাওয়ার সময়। গত বছরের ভুলগুলো শুধরে নিয়েআমাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই নতুন বছরে সব কিছু আবারও নতুন উদ্যমে করারপ্রত্যয় ব্যক্ত করছি।তাই নতুন বছর ২০২৩ খ্রিঃ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি এই কামনা করছি। শুভ নববর্ষ২০২৩ খ্রি:।