বন্দরে শর্ট সার্কিট থেকে টঙ দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী আতংকে সড়ক বের হলে প্রধান সড়ক বন্ধ যায়। তথ্যটি সকাল নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মেহেদী হাসান।
প্রত্যক্ষদশীরা জানায়, ২ লাখ টাকা কিস্তিতে দোকানে নতুন ফ্রিজ, আসবাবপত্র, চা বিক্রি জন্য চুলা সিলিন্ডার ও কনফেকশনারী মালামাল তুলেছিলেন আলম নামে এক যুবক। সমিতি থেকে টাকা উত্তোলন করে নতুনভাবে দোকান সাজিয়ে তুলে। কিন্তু আগুন তাকে আবারো ধ্বস নেমে পড়লো।
আলম গণমাধ্যমকে জানান, দিনে দোকান চালু ছিলো। রাতে একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ছিলাম। তাই সন্ধ্যায় দোকান বন্ধ করি। কিভাবে আগুন লাগলো বলতে পারবো না।
স্থানীয় বাসিন্দা দিলজাহান গণমাধ্যমকে জানান, মোড়ে ছিলাম। হঠাৎ আলম দোকান থেকে ধোঁয়া বের হচ্ছিলো। এলাকা সবাই দূরে পানি দিতে দিতে আগুন আরও ছড়িয়ে পড়ে। আগুন লাগানো পর পরই এলাকা কারেন্ট চলে যায়। দোকানে ভিতরে চায়ের বিক্রির সিলিন্ডার ছিলো। সেটা বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে মনে হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বন্দর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মেহেদী হাসান সকাল নারায়ণগঞ্জকে জানান, আমরা রাত ১০ টা ১০ মিনিটে খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় আধা ঘন্টার পরিশ্রমে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। দোকানের এই অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে জানতে ধারণা করা হচ্ছে বৈদুত্যিক গোলযোগ থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। তদন্ত করে জানতে পেরেছি প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।