সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বাস্তবায়নে দু’দিন ব্যাপি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য মেলা ২০২২ এর উদ্বোধন হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ শহরের টাউন হলে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এ মেলার উদ্বোধন করেন। ।
উদ্বোধন অনুষ্ঠানে পূর্বে সকাল ৯ টায় নারায়ণগঞ্জ জেলার কবিদের নিবন্ধনের মধ্য দিয়ে প্রধান সম্পাদক মুহম্মদ নূরুল হুদা, সম্পাদক হাসনাত লোকমান ও নূরুন্নাহার খানম নির্বাহী সম্পাদক সাইমন জাকারিয়া বাংলা একাডেমি প্রকাশিত প্রকাশিত নারায়ণগঞ্জ জেলা সাহিত্য মেলা উপলক্ষে নারায়ণগঞ্জের সংস্কৃতি ও লেখকদের নিয়ে স্মরণিকা বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক, কর্মকর্তা, বাংলা একাডেমির আসাদ আহমেদ, প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক কবি ও গবেষক শাহেদ কায়েস, প্রবন্ধ বিষয়ক আলোচনা করেন কথা সাহিত্যিক নাফিজ আশরাফ, কবি রহমান মুজিব, কবি কাজল কাকন, কথা সাহিত্যিক শরিফ উদ্দিন সবুজ।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ ইসমত আরা, পিএএ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জেলা সাহিত্য মেলায় আগত সকল লেখকদের উত্তোরিও দিয়ে বরণ করে নেন। উদ্বোধন ও আলোচনা শেষে উপস্থিত কবি লেখকগন তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।