দেশব্যাপী বিএনপি ‘সন্ত্রাস-নৈরাজ্যের’ বিরুদ্ধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও জেলা আওয়ামী মোটর চালক লীগের নেতাকর্মীরা।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মোটর চালক লীগ সভাপতি ও বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন (রেজিঃ বি-১৬৬৫) শিমরাইল শাখার সভাপতি মো. নুরুজ্জামান জজ এর নেতৃত্বে মোটরচালক লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। পরে নেতাকর্মী নিয়ে নুরুজ্জামান জজ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।
বিক্ষোভ মিছিল শেষে নুরুজ্জামান জজ বলেন, সমাবেশের নামে সন্ত্রাস আর বিশৃঙ্খলা করলে বিএনপিকে কঠোর হাতে দমন করা হবে। বিএনপি নয়াপল্টনে জনজীবিন বিপর্যস্ত করে, পুলিশ পিটিয়ে প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী, খুনি, স্বাধীনতাবিরোধী দল। তারা সরকার আর সংবিধান মানে না। দেশের আইনও মানে না।
১০ তারিখের পর নাকি খালেদা জিয়ার কথায় দেশ চলবে। অথচ তিনি এতিমের টাকা আত্মসাতের মামলায় দণ্ডিত। প্রধানমন্ত্রীর কৃপায় বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির আরেক নেতা তারেক রহমান পলাতক রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক আরজু দেওয়ান, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন, সমাজ কল্যান সম্পাদক মো. সেলিম, মোটরচালক লীগ নেতা লিটন আহম্মেদ, চিটাগাংরোড রেন্ট এ কার মালিক সমিতির সভাপতি মো. জসিম, আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার কার্যকরি সদস্য মো. লিটন, মোস্তফা, হাজ্বী রিপন, অলি উল্লাহ, সাজ্জাদ, আকবর, বিল্লাল, সিদ্দিক, আলমগীর, হাসান প্রমুখ