রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল নেতা-কর্মীরা। বুধবারও সকাল থেকে তারা অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা সড়কে বসে শ্লোগান দিতে থাকে। পরে পুলিশ সড়ক ছেড়ে দিতে বললেও তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এসময়, পুলিশ তাদের সরাতে প্রথমে লাঠি চার্জ ও পরে টিয়ারসেল নিক্ষেপ করে। পুলিশের লাঠি চার্জ ও টিয়ার সেলের প্রতিবাদে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। বিএনপির নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় নয়াপল্টন উত্তপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো নয়াপল্টন এলাকায়।
এ ঘটনায় পুলিশসহ বিএনপির বেশ কয়েকজন নেতা কর্মী আহত হন। ঘন্টাব্যাপি চলা সংঘর্ষের পর এখন থমথমে অবস্থা বিরাজ করছে নয়াপল্টন এলাকায়।
প্রতিবেদন লেখা পর্যন্ত নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে।