দ্রব্যমূল্য, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তি দাবি ইস্যু নিয়ে রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। শনিবার দুপুরে নগরীর মাদ্রাসা ময়দানে শুরু হয় সমাবেশ।
এর আগে, সকাল থেকে গণসমাবেশে যোগ দিতে নগরীর মাদ্রাসা ময়দানে জড়ো হন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌঁছান তারা।
রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। প্রধানবক্তা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
সমাবেশ ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃ্ঙ্খলা বাহিনী। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং তল্লাশি চৌকি।
গত ৩০ নভেম্বর ৮ শর্তে রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিএনপির বিভাগীয় গণসমাবেশের অনুমতি দেয় পুলিশ। তবে সমাবেশের আগে মাঠে প্রবেশের অনুমতি না থাকায় তিন দিন ধরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অবস্থান নেয় ৮ জেলা থেকে আসা নেতাকর্মীরা।