বন্দরে ঘারমোড়া কোনাপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের সুযোগ্য পুত্র নারায়ণগঞ্জের প্রান পুরুষ ও বীর পুরুষ আলহাজ্ব আজমেরী ওসমান।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বন্দর ঘারমোড়া এলাকায় আজমেরী ওসমানের পক্ষ থেকে অনুসারীরা ৪টি পরিবার ও অগ্নিকান্ডে আহতের নিকট নগদ ১ লাখ টাকা প্রদাণ করেন।
নগদ অর্থ বিতরণকালে তার অনুসারীরা বলেন, নারায়ণগঞ্জের প্রায় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান হাজী আজমীর ওসমান ভাই সামাজিক মাধ্যমে ও পত্রপত্রিকায় ঘারমোড়ার এ ট্রাজেডির সংবাদ পায়। এবং তিনি এতে অতন্ত মর্মাহত হয়। অসহায় মানুষের কথা বিবেচনায় তিনি তাদের জন্য ১ লক্ষ টাকা প্রদান করে আমরা তা সকলের মাঝে সমবন্টন করে দেই। এছাড়াও তিনি সমাজের সকল প্রকার অসহায় ও গরীব,দুঃখীদের মাঝে তিনি সবসময় দান করে থাকেন। সবাই হাজী আজমেরী ওসমান ও তার পরিবারের জন্য দোয়া করবেন।
এতে উপস্থিত ছিলেন, সরদার আবু তালেব, মোঃ অনিক সরদার, মোঃ শাকিল, মোঃ ইসালাম ও ঘারমোড়ার ওপেন হার্ট সংসদ।
প্রসঙ্গত,গত শুক্রবার রাতে রান্নাঘরের শুকনো পাতা থেকে আগুন লেগে ঘারমোড়ার ৩টি ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘরের প্রায় অধিকাংশ আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় ১জন আহতসহ প্রায় ৬লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়।