নারায়ণগঞ্জে দিন দিন বেড়েই চলছে মাদক ব্যবসা। সম্প্রতি কালে তা বেড়ে দাঁড়িয়েছে বহুগুন। গত কয়েক মাস ধরেই মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ কোন অভিযান পরিচালনা করতে দেখা যায়নি। তবে র্যাবের জালে বিপুল পরিমান মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার হলেও গ্রেফতার কৃত অধিকাংশরাই নারায়ণগঞ্জের বাহিরের। তারা মূলত নারায়ণগঞ্জের উপর দিয়ে মাদক বহল কালে র্যাবের হাতে গ্রেফতার হচ্ছে। তাই বরাবরই অধরা থেকে যাচ্ছে নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীরা।
নারায়নগঞ্জ মেট্রোহল ট্রাফিক অফিসের সামনে মুদি দোকানের আড়ালে এবং অবৈধ লেগুনা স্ট্যান্ড বানিয়ে মাদক বিক্রি হচ্ছে। নেশার টাকা জোগাতে পাল্লা দিয়ে বাড়ছে ছিনতাই, চুরিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড।
কুমুদিনী বস্তি উচ্ছেদ হওয়ার পর মাদক ব্যবসায়ীরা আশেপাশের বিভিন্ন এলাকায় বসবাস করে এখানে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
মেট্রোহল ট্রাফিক অফিসের সামনের আনাচে-কানাচে ও অলিতে-গলিতে বিক্রি হচ্ছে সকল প্রকার মাদকদ্রব্য। দিনে-রাতে মাদক সেবীরা মাদক ক্রয় করতে ভিড় জমাচ্ছে মাদক স্পটে। আশংকাজনকহারে মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহবান জানিয়েছে সচেতন মহল।