নারায়ণগঞ্জের ১২নং ওয়ার্ডের ডনচেম্বার,ব্যাংক কলোনি,মিশনপাড়া,আমলাপাড়া,খানপুর এলাকায় ক্রমেই বাড়ছে বাসা বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা। এলাকার মসজিদ, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি থেকে নগদ বিভিন্ন মালামাল, লক্ষ লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার, দামি দামি মোবাইল সেট, ল্যাপটপ,মোটর সাইকেল,সাইকেল ও হাস-মুরগি সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটছেই।
ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় অপরাধের বিষয়ে চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন পুলিশ। শুধু তাই নয়,কিছু কিছু চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ-মামলা করার পরও আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে না। এতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এলাকাবাসী।
নাম না প্রকাশ করার শর্তে একাধিক ভুক্তভোগী জানান, চুরির ঘটনায় আমরা মামলা করার পর তদন্তকারী কর্মকর্তাদের আসামি গ্রেফতার বা মালামাল উদ্ধারের বিষয়ে জিজ্ঞেস করলে তারা শুধু বলেন তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকৃতপক্ষে আমরা মামলার কোন সুরাহা পাইনা। দিনের পর দিন থানার বারান্দায় ঘুরতে থাকি।
অপরদিকে স্থানীয় কিছু বাসিন্দা জানান,এলাকার কিছু প্রভাবশালী ও নামধারী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় চোরের দল ১২ নং ওয়ার্ডের সর্বত্র চুরি করে বেড়াচ্ছে। এইসকল প্রভাবশালী ব্যক্তিবর্গের ভয়ে ভুক্তভোগীরা থানায় গিয়ে মামলা করতেও পিছু-পা হচ্ছেন।